আমাদের কথা
বাংলাদেশের দক্ষিণ বঙ্গে অবস্থিত পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন ১০নং কালাইয়া ইউনিয়ন পরিষদ এর ০১ নং ওয়ার্ড কালাইয়া ঐতিহ্যবাহী বাজারের মধ্যে কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা অবস্থিত। একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা আমাদের জন্য সত্যিই একটি দূর্দান্ত মুহূর্ত। । আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ও কম্পিউটারের সাথে পরিচিত হওয়া জরুরী। এই দৃষ্টি কোন থেকে মাদ্রাসার ওয়েবসাইটটি বিভিন্ন অভ্যন্তরীন ও পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, খেলাধুলার সংবাদ ও প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাদি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়েবসাইটটি এই অর্থে অনন্য যে, এটি একই সাথে একটি ব্লগ, অনলাইন ভর্তি, বিভিন্ন প্রকার রিপোর্ট প্রাপ্তির সিস্টেম এর মতো উল্লেখযোগ্য দিকগুলো এতে সংযুক্ত করেছে। ওয়েবসাইটটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং তথ্যানুসন্ধানকারীদের মাদ্রাসার তথ্য প্রাপ্তিতে যথেষ্ট সহায়ক হবে বলে আশা করা যায়।
সংক্ষিপ্ত ইতিহাস
ভারত বর্ষে র সুফি সম্রাট কারামত আলী জৌনপুরী (রহ.) এর নাতি হযরত মাওলানা আবদুর রব সিদ্দিকী জৌনপুরী এর নামে তার বিশিষ্ট ভক্ত কালাইয়া নিবাসী মুন্সি আবদুল হক পঞ্চায়েত তৎকালীন স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কে নিয়ে নিজস্ব ০৫ কানি (০৮ একর) জমি ওয়াকফ স্টেটভূক্ত মাদ্রাসার নামে দান করে কালাইয়া বন্দরে (আবদুর রব মাদ্রাসা) মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এছাড়া ও ওহাদ আলী প্যাদা, আহাদ আলী প্যাদা ও আবদুর রব সিদ্দিকী মাদ্রাসায় নিজস্ব জমি দান করেছেন। যা ০১-০১-১৯৩১ইং সনে প্রতিষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসাই বর্ত মানে কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠালগ্নে স্মরন যোগ্য ব্যক্তিদের মধ্যে উল্লেখ যোগ্য হল মুন্সি আবদুল হক পঞ্চায়েত, ওহাদ আলী প্যাদা, আহাদ আলী প্যাদা, ............। মাদ্রাসাটি ১৯৫৯ইং সনে দাখিল পর্যায় প্রথম স্বীকৃতি লাভ করে। ১৯৭০ইং সনে আলিম পর্যায়, ১৯৭৩ইং সনে ফাজিল পর্যায় এবং ০১-০১-১৯৮০ইং সনে ফাজিল পর্যায় প্রথম এম.পি.ও. ভূক্ত হয়ে ২০২২ইং সনের ২৯-১১-২০২২ইং তারিখ কামিল পর্যায় তাফসির বিভাগে পাঠদান অনুমতি লাভ করে। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠা কালের পর থেকে মৌলভী হেদায়াতুল্লাহ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা তৈয়্যবুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ ও মাওলানা এ. বি. এম. ছাদিক ছাহেব বিশেষ অবদান রেখেছেন্ সাধারণ শিক্ষিত ব্যক্তিদের মধ্যে নুর মোহাম্মদ মাষ্টার ও জয়নাল আবেদীন মাষ্টার ছাহেব এর নাম উল্লেখযোগ্য।
লক্ষ্য ও উদ্দেশ্য
বাংলাদেশের দক্ষিণ বঙ্গে অবস্থিত পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন ১০নং কালাইয়া ইউনিয়ন পরিষদ এর ০১ নং ওয়ার্ড কালাইয়া ঐতিহ্যবাহী বাজারের মধ্যে কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা অবস্থিত। একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা আমাদের জন্য সত্যিই একটি দূর্দান্ত মুহূর্ত। । আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ও কম্পিউটারের সাথে পরিচিত হওয়া জরুরী। এই দৃষ্টি কোন থেকে মাদ্রাসার ওয়েবসাইটটি বিভিন্ন অভ্যন্তরীন ও পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, খেলাধুলার সংবাদ ও প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাদি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়েবসাইটটি এই অর্থে অনন্য যে, এটি একই সাথে একটি ব্লগ, অনলাইন ভর্তি, বিভিন্ন প্রকার রিপোর্ট প্রাপ্তির সিস্টেম এর মতো উল্লেখযোগ্য দিকগুলো এতে সংযুক্ত করেছে। ওয়েবসাইটটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং তথ্যানুসন্ধানকারীদের মাদ্রাসার তথ্য প্রাপ্তিতে যথেষ্ট সহায়ক হবে বলে আশা করা যায়।